প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ৩ মার্চ , ২০২৫
এমপিওভুক্ত ২০ হাজারের বেশি স্কুল-কলেজের পৌনে চার লাখ শিক্ষক-কর্মচারী এখনও জানুয়ারি মাসের বেতনভাতা পাননি।
অনলাইন পোর্টাল বিডিনিউজ জানাচ্ছে, রোববার পর্যন্ত তাদের বেতন-ভাতার সরকারি অংশ বা এমপিও ছাড় করতে পারেনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
এমপিওভুক্ত শিক্ষকদের জানুয়ারির বেতন নিয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখার উপপরিচালক অধ্যাপক মো. শাহজাহান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষকদের জানুয়ারি মাসের বেতনের অনুমোদন পেতে জিও জারির কাগজ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।”
বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের জানুয়ারির বেতন ছাড় না হলেও ইতোমধ্যে ৯ হাজার ১০২টি মাদ্রাসার এমপিওভুক্ত ১ লাখ ৭৯ হাজারের বেশি শিক্ষক কর্মচারীর ফেব্রুয়ারি মাসের বেতন গত ২৭ ফেব্রুয়ারি ছাড় করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। ২ হাজার ২২২টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জানুয়ারির বেতনও ইতোমধ্যে ছাড় হয়েছে।
গত বছরের সেপ্টেম্বরে নতুন যোগদান করা নারায়ণগঞ্জের পূর্বগ্রাম এম এল হাইস্কুলের সহকারী শিক্ষক ফারুক আহমেদ বললেন, তিনি ছয় মাসেও বেতন-ভাতা পাননি।
“যোগদানের ছয় মাসেও বেতন হয়নি ঢাকা অঞ্চলের নতুন এমপিওভুক্ত শিক্ষকদের। অগাস্টে এনটিআরসি (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) এর চূড়ান্ত সুপারিশ নিয়ে ১ সেপ্টেম্বর যোগদান করেছি।
“এমপিওভুক্তির জন্য আবেদন করি ৮ সেপ্টেম্বর। ডিডি (ঢাকা অঞ্চলের উপপরিচালক) না থাকায় ফাইল আটকে থাকে। অবশেষে ৭ জানুয়ারি এমপিওভুক্ত হই। কিন্তু ইএফটির তথ্য এখন যাচাই-বাছাই শেষ না হওয়ায় বেতন পাইনি।”
সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পান। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে দেওয়া হত। এই টাকা পেতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হত।
ব্যাংকগুলোর মাধ্যমে বেতন-ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদনসহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা পেতে দেরি হয়। অনেক সময় পরের মাসের ১০ তারিখের পরও আগের মাসের বেতন-ভাতা পেতেন শিক্ষকরা।
শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়।
চলতি বছরের জানুয়ারি থেকে বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত ২ লাখ ৮৯ হাজার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বেতন ভাতার সরকারি অংশ বা এমপিও ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার সিস্টেমে (ইএফটি) ছাড় শুরু করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। দ্বিতীয় ধাপে ৬৭ হাজার, তৃতীয় ধাপে ৮৪ হাজার এবং চতুর্থ ধাপে ৮ হাজার ২০০ এর বেশি শিক্ষক-কর্মচারী ইএফটিতে ডিসেম্বর মাসের বেতন পেয়েছেন। তবে তারা এখনও জানুয়ারি মাসের বেতন পাননি।