জবি প্রতিনিধি প্রকাশিত: সোমবার , ৩০ জুন , ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন অনুষদে ২০২৫-২৬ সেশনের এলএলএম প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে। এলএলবি (সম্মান) পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন বা হচ্ছেন, এমন শিক্ষার্থীরাও ভর্তির আগে সনদ জমা দেওয়ার শর্তে আবেদন করতে পারবেন।
আবেদনের যোগ্যতা
চার বছর মেয়াদি এলএলবি (সম্মান) এবং সিজিপিএ ৪.০০-এর মধ্যে কমপক্ষে ৩.০০ থাকতে হবে।
এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ ৬.০০ থাকতে হবে। কিন্তু কোনোটিতেই জিপিএ ২.৫০-এর নিচে গ্রহণযোগ্য নয়।
সনাতন পদ্ধতির পরীক্ষার ক্ষেত্রে শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণ করা হবে না।
আবেদনপত্র সংগ্রহ ও জমা
১০ জুলাই ২০২৫ পর্যন্ত www.jnu.ac.bd ওয়েবসাইট থেকে ভর্তির আবেদনপত্র সংগ্রহ করে। ফরমপূরণ শেষে সব সনদ, নম্বরপত্রসহ স্ক্যান করে একটি একক পিডিএফ ডকুমেন্ট deanlaw@jnu.ac.bd-তে ই–মেইলে পাঠাতে হবে। আবেদন ফি ১০১২ টাকা।
ভর্তির বিস্তারিত তথ্য
আবেদন জমার শেষ তারিখ : ১০ জুলাই ২০২৫।
ভর্তি পরীক্ষার তারিখ : ১৮ জুলাই, শুক্রবার।
ভর্তি পরীক্ষার সময় : সকাল ১০টা থেকে বেলা ১১টা।
ভর্তি পরীক্ষার বিষয় : সিপিসি, সিআরপিসি, সাক্ষ্য আইন, মুসলিম আইন ও সাংবিধানিক আইন।
আগ্রহীরা এ লিংকে বিস্তারিত তথ্য জানতে পারবেন।