প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ১০ এপ্রিল , ২০২৫
সরকারি কর্মকমিশনের (পিএসসি)
মাধ্যমে চাকরির নিয়োগ পরীক্ষায় হয়রানি ও ‘অস্বচ্ছতা’ নিরসনে সব পরীক্ষার ফলাফল ওয়েবসাইটে
প্রকাশের দাবি করেছে সদ্য গঠিত তরুণদের রাজনৈতিক দল- জাতীয় নাগরিক পার্টি এনসিপি।
বিসিএসের নানা কার্যক্রম
নিয়ে পিএসসির সামনে আন্দেলন করছে একদল শিক্ষার্থী। এই পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার
এনসিপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল পিএসসি
কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। তারা শেখানে চলমান বিসিএসগুলোর জট নিরসনে বিভিন্ন দাবি
তুলে ধরেন।
প্রতিনিধি দলে ছিলেন এনসিপির
যুগ্ম আহ্বায়ক
মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া ও যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত। প্রতিনিধি দল পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমের কাছে স্মারকলিপি জমা দেন।
এনসিপির দাবিগুলোর মধ্যে
রয়েছে- জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ৪৪তম বিসিএসের সব ভাইভা সম্পন্ন করে ৩০ জুনের
মধ্যে চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে হবে।
>>৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল ৩০ জুনের
মধ্যে ঘোষণা করতে হবে এবং চলতি ২০২৫ সালের মধ্যে ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ঘোষণা
করতে হবে।
>>জুনের শেষ সপ্তাহে অথবা জুলাইয়ের প্রথম সপ্তাহে
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু করতে হবে। শিক্ষার্থীদের প্রস্তুতি গ্রহণ ও মানসিক
স্বাস্থ্য বিবেচনায় বিসিএস লিখিত ও ভাইভার মধ্যে ন্যূনতম বিরতি থাকা উচিত।
>>৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা সম্পন্ন হওয়ার এক মাসের মধ্যে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু করতে হবে।
বিসিএস পরীক্ষায় স্বচ্ছতা
ও গতিশীলতা নিশ্চিত করতে প্রিলিমিনারি পরীক্ষার নাম্বারসহ ফলাফল, কাট মার্কস ও সঠিক
উত্তর পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করার দাবি জানান।
তাদের দাবির মধ্যে আরও ছিল-
ভাইভা শুরুর আগেই লিখিত পরীক্ষার ফলাফল নাম্বারসহ ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।
>>লিখিত পরীক্ষার ফলাফল
ঘোষণার পর ভাইভা শুরুর আগে ক্যাডার বাচাইয়ের সুযোগ আরেকবার দিতে হবে।
>>৪৫তম বিসিএস থেকেই
১০০ নাম্বারের ভাইভা চালু করতে হবে। স্বচ্ছতা নিশ্চিত করার স্বার্থে চূড়ান্ত ফলাফলের
সাথে ভাইভার নাম্বারও প্রকাশ করতে হবে।
>>আগের মতো (৩৮তম বিসিএস)
বিসিএস থেকে নন ক্যাডার ব্যবস্থা চালু করতে হবে। ভাইভাতে উত্ত্বীর্ণদের থেকে নন ক্যাডারে
সর্বোচ্চ নিয়োগ দিতে হবে।
>> এক বছরের মধ্যে
একটি বিসিএসের সব কাজ সম্পন্ন করা এবং সার্কুলারে প্রিলি, লিখিত ভাইভা পরীক্ষার সম্ভাব্য
তারিখ তারিখ প্রকাশ করতে হবে।