প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার , ৭ নভেম্বর , ২০২৫
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ও বিএসসি ইন অ্যানিম্যাল হাসব্যান্ড্রি (অনার্স)—এই দুটি পৃথক ডিগ্রি বাতিল করে ‘বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাসব্যান্ড্রি’ নামে নতুন কম্বাইন্ড ডিগ্রি চালুর সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি ফওজে আহমদের হাইকোর্ট বেঞ্চ গত ৫ নভেম্বর এ আদেশ দেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কারণ দর্শানোর জন্য রুল জারি করা হয়েছে। আগামী ৯ নভেম্বর রিট খারিজের আবেদন জানাতে বিশ্ববিদ্যালয় উচ্চ আদালতে যাচ্ছে।
রিট আবেদন করেন প্রথম বর্ষের শিক্ষার্থী আমির হামজা আসিফসহ কয়েকজন ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী। তাদের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. বদরুদ্দোজা (বাদল)। রিটকারীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় ‘পবিপ্রবি আইন, ২০০১’-এর ধারা ২০(ডি) লঙ্ঘন করে একাডেমিক কাউন্সিল, রিজেন্ট বোর্ড ও ইউজিসির অনুমোদন ছাড়াই নতুন ডিগ্রি চালু করেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “রিট খারিজের জন্য আমরা উচ্চ আদালতে যাচ্ছি। ক্লাস ও পরীক্ষা যথারীতি চলবে। অধিকাংশ শিক্ষার্থী কম্বাইন্ড ডিগ্রির পক্ষে।” তবে কিছু শিক্ষক দাবি করেছেন, সিদ্ধান্তটি নীতিগতভাবে বিতর্কিত এবং অধিকাংশ শিক্ষক এটির বিপক্ষে।
এদিকে, রিটকারী এক শিক্ষার্থীর অডিও কথোপকথন ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে, যেখানে তিনি স্বীকার করেছেন “এক সিনিয়রের নির্দেশে রিট করেছি, বিষয়টা বুঝিনি।”
হাইকোর্টের আদেশ অনুযায়ী আগামী তিন মাস শিক্ষার্থীরা পুরনো নিয়মে ক্লাস ও পরীক্ষা চালিয়ে যাবে। এরপর আদালতের পরবর্তী নির্দেশের ওপর নির্ভর করবে বিশ্ববিদ্যালয়ের পরবর্তী পদক্ষেপ।