প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ১৭ এপ্রিল , ২০২৫
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ‘ফলপ্রসূ’ না হওয়ার পর দাবি আদায়ে রাজধানীতে মশাল মিছিল করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে মিছিল নিয়ে ইনস্টিটিউট থেকে বের হন শিক্ষার্থীরা। এরপর সড়কে কিছুক্ষণ বিক্ষোভ মিছিল করে ক্যাম্পাস ফেরেন তারা।
মিছিলে শিক্ষার্থীরা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন। একইসঙ্গে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানান।
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও আন্দোলনরতদের প্রতিনিধি জোবায়ের পাটোয়ারী সাংবাদিকদের বলেন, "আলোচনা করে রাতে পরবর্তী কর্মসূচি সবাইকে জানিয়ে দেওয়া হবে।"
এর আগে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেও সন্তুষ্ট না হয়ে সারাদেশে মশাল মিছিল করার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের কারিগরি অনুবিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়সমিনের সঙ্গে বৈঠক হয় শিক্ষার্থীদের।
কারিগরি শিক্ষার্থীদের প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মাশফিক ইসলাম সাংবাদিকদের বলেন, "আমরা অতিরিক্ত সচিবের সঙ্গে বসেছিলাম, কিন্তু মন্ত্রণালয়ের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাইনি। এই বৈঠকে আমরা সন্তুষ্ট নই।"
বৈঠকের প্রেক্ষাপট তুলে ধরে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম কারিগরি ছাত্র আন্দোলনের এই নেতা বলেন, "সভায় শিক্ষা উপদেষ্টা মহোদয় উপস্থিত ছিলেন না। সচিব মহোদয়ও ঢাকার বাইরে অবস্থান করছেন। অতিরিক্ত সচিব আলোচনা করলেও তার পক্ষে তাৎক্ষণিক বহু সিদ্ধান্ত দেওয়া সম্ভব হয়নি।
"কুমিল্লায় আমাদের ভাইদের ওপর হামলা হয়েছে। বিভিন্ন স্থানে তারা নির্যাতনের শিকার হয়েছে। এর কোনো কিছু নিয়েই আমরা স্পষ্ট সিদ্ধান্ত পাইনি। তাই সভা ফলপ্রসু হয়নি, উপদেষ্টা মহোদয় উপস্থিত থাকলে হয়ত ভালো হতো।"
এর আগে বুধবার সকাল থেকে ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তা, মোহাম্মদপুর ও মিরপুরসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে একযোগে তারা নামায় রাজধানীজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। সন্ধ্যা পর্যন্ত ভোগান্তিতে ছিল পুরো নগরী।