প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ২৪ মার্চ , ২০২৫
ঢাকার সাত সরকারি কলেজ নিয়ে খুব শিগগির যৌক্তিক ও সুন্দর সমাধান আসবে বলে আশা প্রকাশ করেছেনবিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এসএমএ ফায়েজ।
সোমবার এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজ নিয়ে যে সমস্যাগুলোছিল সেখানে প্রতিটি ক্ষেত্রে সংশ্লিষ্টদের সহযোগিতা পেয়েছি। আশা করছি, শিগগিরই খুব সুন্দর একটি যৌক্তিকসমাধান আসবে।
রাজধানীর কারওয়ান বাজারে লা ভিঞ্চি হোটেলে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্সএসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)-এর ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।
সাংবাদিকদের উদ্দেশে ইউজিসি চেয়ারম্যান বলেন, “আপনারা হলেন ঐক্যের প্রতীক। এখানে আমরা ইউজিসিরসবাই আছি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দসহ সবাই একটি টিম। আমি মনে করি, ইউজিসির যদি কোনো সফলতাথাকে এর কারণ আমরা সবাই একসঙ্গে আছি।
“আমাদের ভুল ধরিয়ে দেবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আমরা আপনাদেরই একটি অংশ। আমাদেরতরফ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে।”
তিনি আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালে দেখতাম ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির(ডুজা) ডাকে দল-মত নির্বিশেষে সবাই একসঙ্গে হতো।
“এতে প্রত্যেকটি ছাত্রসংগঠন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সবাই উপস্থিত থাকতেন। এখানেও এমন একটিসহাবস্থানের পরিবেশ দেখছি।”
সাত কলেজকে নিয়ে ইউজিসি যে বিশ্ববিদ্যালয় করতে যাচ্ছে, তার নাম হবে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ (ডিসিইউ)।
১৬ মার্চ ইউজিসিতে সাত কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে ইউজিসি চেয়ারম্যান এস এম এ ফায়েজের সভায়এ সিদ্ধান্ত হয়।
সাত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় রয়েছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।