চাকরি ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ১ ফেব্রুয়ারি , ২০২৫
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নীতির কারণে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি)। ট্রাম্পের বৈদেশিক অর্থ সহায়তা বন্ধের সিদ্ধান্তে অনিশ্চিত হয়ে পড়েছে সংস্থাটির অধীনে পরিচালিত বিভিন্ন প্রকল্পে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যৎ।
আইসিডিডিআরবি ইতোমধ্যে এক হাজারের বেশি কর্মীকে চাকরিচ্যুতির চিঠি দিয়েছে। যারা এই চিঠি পেয়েছেন, তারা মূলত যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সংস্থার (ইউএসএআইডি) অর্থায়নে পরিচালিত কর্মসূচিতে কাজ করতেন। এসব কর্মকর্তা ও কর্মচারীদের সবার চাকরি ছিল চুক্তিভিত্তিক।
আইসিডিডিআরবির সিনিয়র ম্যানেজার (কমিউনিকেশন্স) এ কে এম তারিফুল ইসলাম খান বলেন, “যুক্তরাষ্ট্র সরকারের নির্দেশনা অনুযায়ী তাদের অর্থায়নে পরিচালিত প্রকল্প ও গবেষণাগুলো পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।”
তিনি সেবা গ্রহীতা, বিভিন্ন অংশীদার ও সহকর্মীদের অসুবিধার জন্য সহানুভূতি এবং দুঃখ প্রকাশ করেছেন।