প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ২১ জুলাই , ২০২৫
৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার (২০ জুলাই) রাতে প্রকাশিত ফলাফলে ৫ হাজার ২০৬ জন উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে বিসিএস (স্বাস্থ্য) সহকারী সার্জন উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৬৯৫ জন এবং বিসিএস (স্বাস্থ্য) সহকারী ডেন্টাল সার্জনে ৫১১ জন।
এই বিশেষ বিসিএস পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল গত শুক্রবার (১৮ জুলাই)। উক্ত পরীক্ষায় সহকারী সার্জন পদে ৪৬৯৫ (চার হাজার ছয়শত পঁচানব্বই) জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ (পাঁচশত এগারো) জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।
প্রকাশিত বিজ্ঞপ্তি যুক্তিসংগত কারণে আইন সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।
পিএসসি আগেই জানিয়েছিল, ৪৮তম বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। আর মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের।
এমসিকিউ পদ্ধতিতে মেডিকেল সায়েন্সের বিষয়ে ১০০ এবং সাধারণ বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। সাধারণ বিষয়ের ১০০ নম্বরের মধ্যে বাংলায় ২০, ইংরেজি ২০, বাংলাদেশ বিষয়াবলি ২০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, মানসিক দক্ষতা ১০ ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বরের প্রশ্ন থাকবে।