প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি , ২০২৫
চাকরি প্রত্যাশিদের জন্য সুখবর! বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীনে ৮২টি ক্যাটাগরির ১৮২৫টি ননক্যাডার পদে নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
নবম থেকে দ্বাদশ গ্রেডে বেতনের এসব পদে নিয়োগ পেতে আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হবে। অনলাইনে আবেদন গ্রহণ করা হবে ২০ মার্চ পর্যন্ত।
বৃহস্পতিবার এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদনের বিস্তারিত তুলে ধরা হয়।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, এ বিজ্ঞপ্তির অধীনে ৯ম থেকে ১২তম গ্রেডে ৮২ ক্যাটাগরিতে ১৮২৫টি পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে। আবেদন গ্রহণ শুরু হবে ২৭ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে এবং ২০ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আর ২৩ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত ফি জমা দেওয়া যাবে।
আবেদন করার ঠিকানা
http://bpsc.teletalk.com.bd
https://www.bpsc.gov.bd
নবম ও দশম গ্রেডের পদগুলোর জন্য ২০০ টাকা ও একাদশ গ্রেডের পদগুলোর আবেদনের জন্য ১৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে ফি ধরা হয়েছে ৫০ টাকা।
নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের নির্দেশিকা