প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ২২ এপ্রিল , ২০২৫
ঢাকা কলেজের সঙ্গে সংঘাতের জেরে ঢাকা সিটি কলেজের শিক্ষা কার্যক্রম দুইদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী বুধবার ও বৃহস্পতিবার (২৩-২৪ এপ্রিল) ঢাকা সিটি কলেজ বন্ধ থাকবে।
দুইদিন ছুটির পর শুক্র ও শনিবার রয়েছে সাপ্তাহিক ছুটি। ফলে আগামী চারদিন ঢাকা সিটি কলেজ বন্ধ থাকবে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এফ এম মোবারক হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, “সকল শিক্ষক ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল বুধবার (২৩ এপ্রিল) ও বৃহস্পতিবার (২৪ এপ্রিল) অনিবার্য পরিস্থিতির কারণে সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।”