প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার , ২৭ জুন , ২০২৫
এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার (২৬ জুন) মোট ১৯ হাজার ৭৫৯ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। যা অন্যবারের তুলনামূলক ৪ হাজার ৫৫৬ জন বেশি।
গত বছর এ পরীক্ষায় প্রথম দিন অনুপস্থিত ছিলেন ১৫ হাজার ২০৩ পরীক্ষার্থী।
প্রথম দিনের পরীক্ষা শেষে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসির বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১৪ হাজার ৫১৩ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন কোরআন মাজিদ বিষয়ের পরীক্ষায় ৪ হাজার ১৯৬ জন এবং কারিগরি বোর্ডের অধীন বাংলা পরীক্ষায় ১ হাজার ৫০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন।
এবার মোট পরীক্ষার্থী সংখ্যাও গতবারের চেয়ে ৮১ হাজারের বেশি কমেছে। তথ্য মতে, গত তিন বছরের মধ্যে এবারই পরীক্ষার্থী সবচেয়ে কম।
এ ছাড়া দুই বছর আগে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করে উচ্চমাধ্যমিকে ভর্তির পর রেজিস্ট্রেশন (নিবন্ধন) করেও সোয়া চার লাখের বেশি শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন না।