আন্তর্জাতিক ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ১৩ মার্চ , ২০২৫
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনা মেনে শীর্ষ বিজ্ঞানীসহ ২৩ জনকে চাকরিচ্যুত করেছে দেশটির জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
নাসার মুখপাত্র শেরিল ওয়ার্নার বলেন, এখন মাত্র ২৩ জনের ক্ষেত্রে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। ভবিষ্যতে আরও ছাঁটাইয়েরও ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
প্রথম ধাপে দৃশ্যত নাসার প্রধান বিজ্ঞানীর দপ্তর বাতিল করা হয়েছে, যার নেতৃত্বে ছিলেন খ্যাতিমান জলবায়ুবিদ ক্যাথরিন ক্যালভিন। জাতিসংঘের গুরুত্বপূর্ণ জলবায়ু প্রতিবেদন তৈরিতে তিনি অবদান রেখেছেন। গত মাসে চীনে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ জলবায়ু বিজ্ঞান সম্মেলনে অংশ নিতে তাকে এবং অন্য মার্কিন প্রতিনিধিদের বাধা দেওয়া হয়।
নাসার এক বিবৃতিতে বলা হয়, কর্মীবাহিনীকে যথাযথভাবে পরিচালনার জন্য এবং নির্বাহী আদেশের সাথে সামঞ্জস্য রাখতে নাসা ধাপে ধাপে কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু করেছে, যা ‘রিডাকশন ইন ফোর্স’ (আরইএফ) নামে পরিচিত।
আরও বলা হয়, ১০ মার্চ কিছু কর্মীদের জানানো হয়েছে যে তারা নাসার এই ছাঁটাই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত। যদি তারা যোগ্য হন, তাহলে ‘ভলান্টারি আর্লি রিটায়ারমেন্ট অথরিটি’ (ভিইআরএ) এর আওতায় স্বেচ্ছায় অবসর নিতে পারবেন অথবা আরইএফ প্রক্রিয়া সম্পন্ন করবেন।