প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার , ৩১ জানুয়ারী , ২০২৫
রাজধানীর সরকারি সাতটি কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। নতুন বিশ্ববিদ্যালয়টির নাম হতে পারে 'জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়'।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এসএমএ ফায়েজের নেতৃত্বাধীন কমিটি বৃহস্পতিবার শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠক করে এ নাম প্রস্তাব করেছেন।
অধ্যাপক ফায়েজ বলেন, সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে নাম চূড়ান্ত করা হবে। এখন প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের রূপরেখা ও কাঠামো নিয়ে কাজ করছি। এ ক্ষেত্রে নতুন মডেল বিবেচনা করা হচ্ছে।
ঢাকার সরকারি এই সাত কলেজ হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।
কলেজগুলো গত সাত বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। এসব কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি ঢাবি উপাচার্য সাত কলেজকে আলাদা করার ঘোষণা দেন। এরপর স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় কাঠামোর জন্য সাত কলেজের শিক্ষার্থীরা সরকারকে ১৫ দিনের আলটিমেটাম দেন।