প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ২৩ মার্চ , ২০২৫
ইংরেজি ভাষায় আপনার ভোকাবুলারি বা শব্দভান্ডার যত সমৃদ্ধ হবে, ইংরেজি বলার ক্ষেত্রে আপনি হবেন তত আত্মবিশ্বাসী। তাই স্মার্টফোনে অহেতুক সময় নষ্ট না করে ইংরেজি শেখার কাজে তা ব্যবহার করতে পারেন।
শেখার ব্যাপারটি যখন খেলায় খেলায় হবে, তা মোটেও একঘেয়ে লাগবে না। ইংরেজি শেখার অসংখ্য মোবাইল অ্যাপ আছে। বাছাই করা ৫টি অ্যাপ সম্পর্কে চলুন জেনে নিই-
ডুয়োলিঙ্গো
এই অ্যাপে অনলাইন গেমের মতো ধাপে ধাপে শেখার সুযোগ আছে। শব্দের উচ্চারণ ও অর্থ শেখার জন্য আছে অডিও সহায়তা। পড়া, লেখা, শোনা ও বলার জন্য আলাদা আলাদা অনুশীলন। ছোট ছোট ‘লেভেলে’ বিভক্ত থাকায় শেখাটা সহজ হয়।
মেমরাইজ
ইংরেজি যাদের মাতৃভাষা, এমন শিক্ষকদের কাছ থেকেই উচ্চারণসহ শব্দ শেখা যায় এই অ্যাপের মাধ্যমে। মেমরাইজ মূলত ফ্ল্যাশকার্ড পদ্ধতিতে ইংরেজি শেখায়, যেখানে বিভিন্ন ছবি ও ভিডিওর মাধ্যমে শব্দ শেখানো হয়। শব্দের কোন জায়গায় বিরতি দিতে হয়, কোন অংশটার উচ্চারণ এড়িয়ে যেতে হয়, তা-ও এর মাধ্যমে শেখা যায়।
অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি
এই অ্যাপকে ইংরেজি ভাষার সবচেয়ে নির্ভরযোগ্য উৎসগুলোর একটি হিসেবে ধরা হয়। সাড়ে ৩ লাখের বেশি শব্দ ও বাক্যের উদাহরণ শিখতে পারবেন। প্রতিটি শব্দের উচ্চারণ ও বিস্তারিত ব্যাখ্যাও পাবেন। প্রতিশব্দ ও বিপরীত শব্দ শেখার সুবিধা আছে।
ভোকাবুলারি বিল্ডার অ্যাপ
যারা ভবিষ্যতে জিআরই পরীক্ষা দিতে চান, তারা ম্যাগুশের ভোকাবুলারি বিল্ডার টেস্ট অ্যাপটি থেকে বিভিন্ন ধরনের শব্দ শিখতে পারেন। জিআরই পরীক্ষায় আসা বিভিন্ন শব্দের ব্যবহার ও অর্থের বিস্তারিত বর্ণনা থাকে এই অ্যাপে।
ওয়ার্ডআপ
ওয়ার্ডআপ দাবি করছে, তারাই বিশ্বের প্রথম এআই-ভিত্তিক ইংরেজি শব্দভাণ্ডার শেখার অ্যাপ। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে অ্যাপের মাধ্যমে ইংরেজি ভাষা ও শব্দ শিখতে পারেন। নিজের সুবিধামতো ইংরেজি শব্দ শেখা, এআইয়ের মাধ্যমে ইংরেজি ভাষার চর্চা ও লেখার সুযোগ পাবেন।