শাবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি , ২০২৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘সেমিস্টার ও ক্রেডিট ফি’ কমানো হয়েছে।
চলতি সেমিস্টার থেকে এ সিন্ধান্ত কার্যকর হবে বলে বিশ্ববিদ্যালয়ের জরুরি একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত হয়েছে।
পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়ে দেওয়া হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ল্যাব ফি কমানো হয়েছে প্রতি ক্রেডিটে ১৫ টাকা (পূর্বে প্রতি ক্রেডিট ১৭৫ বর্তমানে ১৬০) এবং সেমিস্টার ফি ৫০০ টাকা কমান হয়েছে।
এছাড়াও, ২০২২-২০২৩ এবং ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের (স্নাতক ও স্নাতকোত্তর) তত্ত্বীয় প্রতি ক্রেডিট ২০ টাকা (আগে তত্ত্বীয় প্রতি ক্রেডিট ১৪০ টাকা, যা বর্তমানে ১২০ টাকা), ল্যাব প্রতি ক্রেডিট ৪০ টাকা (আগে প্রতি ক্রেডিট ২০০ টাকা, যা বর্তমানের ১৬০ টাকা) এবং উভয় শিক্ষাবর্ষের সেমিস্টার ফি আগের থেকে ৫০০ টাকা করে কমানো হয়েছে।
বর্তমান নির্ধারিত ফি অনুযায়ী ২০২২-২০২৩ এবং ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থীকে তত্ত্বীয় সর্বোচ্চ ৩০ ক্রেডিট রেজিষ্ট্রেশন করলে আগের ধার্য থেকে ১১০০ টাকা (সেমিস্টার ফি ও ক্রেডিট ফি) কম দিতে হবে।
ইতোমধ্যে যেসব শিক্ষার্থী ফি জমা দিয়েছেন রশিদ জমা সাপেক্ষে তাদের জমাকৃত ফি পরবর্তী সেমিস্টারে সমন্বয় করা হবে।