প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ১৬ ফেব্রুয়ারি , ২০২৫
এমবিবিএস ভর্তি পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। আগামী (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) বছর থেকে এমসিকিউয়ের পাশাপাশি নেওয়া হতে পারে লিখিত পরীক্ষা। সেই সঙ্গে কমতে পারে আসনসংখ্যাও।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে কয়েক ধরনের মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই পাওয়া যায় মেডিকেলে ভর্তির সুযোগ।
তিনি বলেন, মানসিক দক্ষতা যাচাইয়ের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় এমসিকিউ পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষাও আয়োজন করে থাকে। এর মাধ্যমে সঠিকভাবে মেধার যাচাই সম্ভব বলে বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন। আমরাও চেষ্টা করছি যেন আগামী শিক্ষাবর্ষ থেকেই এমবিবিএস ভর্তি পরীক্ষায় এমসিকিউ এর পাশাপাশি লিখিত অংশ যুক্ত করা যায়।”
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক নাজমুল হোসেন বলেন, সুবিধা না বাড়িয়েই গত বছর মেডিকেলের আসন বাড়ানো হয় ১০৩০ টি। আগামী বছর কমতে পারে আসনসংখ্যা। আর পরীক্ষা নিয়ে কী কী পরিবর্তন আসছে তা নিয়ে সিদ্ধান্ত হবে আগামী মাসে।