প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ২৬ জুন , ২০২৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার মেধা তালিকা বৃহস্পতিবার (২৬ জুন) প্রকাশিত হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এদিন দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফল প্রকাশের ঘোষণা দেবেন। এরপর ফলপ্রার্থী ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষ্যে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের আইসিটি ভবনের কনফারেন্স কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখান থেকে ফল ঘোষণা করা হবে।
মুঠোফোনে ক্ষুদেবার্তায় ফল জানা যাবে। ফল জানতে nuathnroll no টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি ক্ষুদেবার্তায় ফল জানা যাবে।
এছাড়া ভর্তিবিষয়ক ওয়েবসাইট https://admission.nu.edu.bd/ এর মাধ্যমে ফলাফল দেখা যাবে।