প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ৮ জানুয়ারী , ২০২৫
জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগের অতিরিক্ত সচিব আবু তাহের মো. মাসুদ রানাকে পদন্নোতি দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নতুন সচিব নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগের দিন মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো হয়।
চাকরি বিধি অনুযায়ী তিনি অবসর সংক্রান্ত সব সুযোগ সুবিধা ভোগ করবেন।