প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ৮ জানুয়ারী , ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা স্নাতকোত্তরে চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশের ৭ কার্যদিবস পর সাময়িক সনদ নিতে পারবেন উত্তীর্ণ শিক্ষার্থীরা।
নিজ নিজ আবাসিক হলের অফিস কক্ষ থেকেই এ সনদ সংগ্রহ করা যাবে, ফলে আগের থেকে সহজে ও দ্রুততম সময়ে শিক্ষার্থীরা সনদ নিতে পারবেন বলে জানিয়েছেন জনসংযোগ দপ্তর।
সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের মাধ্যমে শিক্ষার্থীদের প্রদত্ত সেবাগুলো সংস্কার ও সহজতর করার জন্য গঠিত কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাময়িক সনদ পেতে শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণের সময় প্রযোজ্য ফি জমা নেওয়া হবে। ২০২৩ সালের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলেও জানান হয় বিজ্ঞপ্তিতে।
এ বিষয়ে লোকপ্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আরিফুল ইসলাম বলেন, “প্রশাসনের সাময়িক সনদপ্রদান নিয়ে এই ধরনের সিদ্ধান্ত আসলেই প্রশংসনীয়।