প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ৯ জুলাই , ২০২৫
স্কুলের গণ্ডি পেরোতে চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় বসা ১৯ লাখ ২৮ হাজার শিক্ষার্থীর রেজাল্টের অপেক্ষা ফুরাচ্ছে বৃহস্পতিবার।
এদিন দুপুরে ২টায় একযোগে ফল প্রকাশ করবে দেশের ১১টি শিক্ষা বোর্ড।
ছাত্র-জনতার অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশে এসএসসি ও সমমানই ছিল প্রথম পাবলিক পরীক্ষা।
অন্যান্য বছরের মত ফল প্রকাশের আগে সরকার প্রধানের হাতে পরিসংখ্যান তুলে দেওয়ার অনুষ্ঠানিকতা এবার থাকছে না।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।
এ বছর ১০ এপ্রিল সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। লিখিত পরীক্ষা শেষ হয় গত ১৩ মে। ১৫ থেকে ২২ মে মধ্যে নেওয়া হয় ব্যবহারিক পরীক্ষা।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিতে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিলেন। এর মধ্যে ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন ছাত্র এবং ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন ছাত্রী। ১৮০৮৪টি স্কুলের এসব পরীক্ষার্থী ২ হাজার ২৯১ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেন ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন ছাত্র এবং ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন ছাত্রী।
নয় হাজার ৬৩টি মাদ্রাসার এসব পরীক্ষার্থী ৭২৫টি কেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশ নেন।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।
গত বছরের মতই এবারের এসএসসি ও সমমান পরীক্ষা হয়েছে পূর্ণাঙ্গ সিলেবাসে, সব বিষয়ে পূর্ণ নম্বর ও সময়ে।
চলতি বছর যে শিক্ষার্থীরা এসএসসি ও সমমান পরীক্ষায় বসেছেন তারা ২০১২ সালে প্রণীত শিক্ষাক্রমে নবম ও দশম শ্রেণিতে পড়েছিলেন।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।
বুধবার শিক্ষার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় নিজ দপ্তরে ফল প্রকাশ নিয়ে আলোচনা করেছেন উপদেষ্টা।
তিনি বলেছেন, “দুই মাসেরও কম সময়ের মধ্যেই কোন বাহুল্য ছাড়াই সকল বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ হচ্ছে। অনারম্বরভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হবে।”
যেভাবে মিলবে ফল
ফল প্রকাশে কারিগরি সহায়তায় কাজ করা রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এসএমএসের মাধ্যমে ফল জানতে যেকোন মোবাইলে এসএমএসের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে তা ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
উদাহারণ : SSC<Space> Board Name (First 3 letters)<Space>Roll<Space>Year
দাখিলের ফল পেতে Dakhil লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2025 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
কারিগরি বোর্ডের ক্ষেত্রে SSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2025 লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল পাওয়া যাবে।
শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট http://www.educationboardresults.gov.bd-এ এসএসসি ও সমমান পরীক্ষার ফল মিলবে।
শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, ওয়েবসাইটে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, বছর ইনপুট দিয়ে ও শিক্ষাবোর্ড সিলেক্ট করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করে ফল জানা যাবে।
শুক্রবার থেকে ফল পুনর্নিরীক্ষণের আবেদন
এসএসসি ও সমমান পরীক্ষার ফলে কোন পরীক্ষার্থী অসন্তুষ্ট হলে তা পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। শুক্রবার থেকে ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হবে, যা চলবে ১৭ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত।
টেলিটক জানিয়েছে, শুধু টেলিটকের মাধ্যমে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা।
এ আবেদন করতে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে, স্পেস দিয়ে যে বিষয়ের ফল পুনর্নিরীক্ষণ করতে চান তার বিষয় কোড লিখতে হবে। যদি একাধিক বিষয়ের ফল পুনর্নিরীক্ষণ করতে চান সে ক্ষেত্রে কমা দিয়ে বিষয়কোড লিখে তা ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। প্রতি পত্রের জন্য আবেদন ফি হবে ১৫০ টাকা।