ক্যাম্পাস মিরর ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার , ১০ এপ্রিল , ২০২৫
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট- এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা ২০২৫ আজ বৃহস্পতিবার শুরু হয়েছে।
এবারের পরীক্ষায় মোট ১৯ লাখ ২৮ হাজার ১৮১ শিক্ষার্থী নিবন্ধিত হয়েছে।
এসএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে, সব বিষয়ে পূর্ণ নম্বর ও সময়ে।
শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. সি আর আবরার আজ সকাল ১১টায় সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল,মতিঝিল, এসএসসির কেন্দ্র পরিদর্শন করবেন।
বাংলা ১ম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়ে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৩ মে।
তত্ত্বীয় পরীক্ষা শেষে ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত এসএসসির ব্যবহারিক পরীক্ষা চলবে।
দাখিল পরীক্ষা শুরু হবে কুরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষা দিয়ে। ১৩ মে পর্যন্ত দাখিলের তত্ত্বীয় পরীক্ষা চলবে। আর ১৪ থেকে ১৮ মের মধ্যে ব্যবহারিক পরীক্ষা হবে।
বৃহস্পতিবার এসএসসি ও দাখিল ভোকেশনালের শিক্ষার্থীরা দেবেন বাংলা-২ বিষয়ের পরীক্ষা। ১৩ মে ইংরেজি-২ পরীক্ষা দিয়ে তাদের তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে।
১৩ থেকে ২২ মে এসএসসি ও দাখিল ভোকেশনালের ব্যবহারিক পরীক্ষা এবং ২৩ মে থেকে ১ জুলাই পর্যন্ত বাস্তব প্রশিক্ষণ চলবে।