প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ৭ জুলাই , ২০২৫
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আগামী ১০ জুলাই। এরই মধ্যে ওইদিন ফল প্রকাশ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে আন্তশিক্ষা বোর্ড।
ঢাকা শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে।
গত ১০ এপ্রিল সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ১৯ লাখ ২৮ হাজার ১৮১ শিক্ষার্থী। এ বছর লিখিত পরীক্ষা শেষ হয় গত ১৩ মে। ব্যবহারিক পরীক্ষা হয় ১৫ থেকে ২২ মে’র মধ্যে।