বিনোদন ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ২৩ জুলাই , ২০২৫
বাংলা সিনেমার গানে নতুন ইতিহাস গড়ল ‘দুষ্টু কোকিল’। ইউটিউবে মুক্তির এক বছরের মাথায় গানটির ভিউ ছাড়িয়েছে ৫০ কোটি। দেশি কোনো বাংলা সিনেমার গানে এত কম সময়ে এত বেশি ভিউ আগে কখনো দেখা যায়নি।
গানটি চরকি ও এসভিএফ—এই দুই প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছিল ২০২৪ সালের ২০ জুন, ঈদুল আজহা উপলক্ষ্যে মুক্তিপ্রাপ্ত রায়হান রাফীর সিনেমা তুফান-এর একটি আইটেম গান হিসেবে। চরকির ইউটিউব চ্যানেলে গানটির ভিউ ইতিমধ্যেই ৩৪ কোটি ৯৯ লাখ ছাড়িয়েছে, আর এসভিএফ-এ দেখা হয়েছে ১৫ কোটি ৯ লাখের বেশি বার।
গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের কনা ও কলকাতার আকাশ সেন। গানের কথা ও সুর করেছেন আকাশ সেন নিজেই। গানটির দৃশ্যায়নে মিমি চক্রবর্তীর পারফরম্যান্সে মুগ্ধ হয়ে পড়েন সিনেমার নায়ক শাকিব খান—এমন দৃশ্য তুলে ধরা হয় একটি পানশালায় চিত্রায়িত গানে।
গানটির জনপ্রিয়তায় উচ্ছ্বসিত আকাশ সেন জানান, “এত অল্প সময়ে শ্রোতাদের যে ভালোবাসা পেয়েছি, সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। শুধু বাংলাদেশ নয়, কলকাতা ও ভারতের অন্যান্য রাজ্য এমনকি ব্যাংককের পার্টিতেও গানটি বাজছে শুনে খুব ভালো লাগছে।”
গানটির পেছনের মজার গল্পও শেয়ার করেন তিনি। আকাশ জানান, “আমার বাড়ির পাশে এক আমগাছে বসন্তে কোকিল ডাকত। ওর প্রেমালাপ থেকে অনুপ্রাণিত হয়েই ‘দুষ্টু কোকিল’ বানিয়েছি।” এই গানটি প্রথমে অন্য এক সিনেমার জন্য তৈরি করেছিলেন, তবে তা ব্যবহার না হওয়ায় গানটি নিজের কাছে রেখে দেন। পরে গায়িকা কনা গানটি পরিচালক রায়হান রাফীকে শোনান, যিনি সিনেমার জন্য গানটি পছন্দ করেন।
শুটিং হয়েছিল কলকাতায়, যেখানে উপস্থিত ছিলেন আকাশ সেন নিজেও। “শাকিব খান ভাই আমাকে যেভাবে আপন করে নিয়েছেন, তা কোনো দিন ভুলব না,” বলেন তিনি।
এদিকে কনাও এই সাফল্যে দারুণ উচ্ছ্বসিত। তিনি বলেন, “দর্শকের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। এই গান বাংলা সিনেমার গানে এক নতুন মাত্রা যোগ করেছে।”
‘দুষ্টু কোকিল’-এর এই অর্জন বাংলা গানের ইতিহাসে এক গর্বজনক সংযোজন হয়ে থাকছে।