প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ২৪ জুলাই , ২০২৫
চীনের একটি প্রযুক্তিপ্রতিষ্ঠান এমন একটি হিউম্যানয়েড রোবট তৈরি করেছে, যা সপ্তাহের সাত দিন, দিনে ২৪ ঘণ্টা বিরামহীনভাবে কাজ চালিয়ে যেতে পারবে।
রোবটটির বিশেষত্ব হলো—এটি নিজেই প্রয়োজন অনুযায়ী ব্যাটারি পরিবর্তন করতে পারে, অর্থাৎ চার্জ ফুরিয়ে গেলেও মানুষের সাহায্য ছাড়াই আবার চালু হতে পারে।
রোবটটির নাম ‘ওয়াকার এস২’। এটি তৈরি করেছে চীনের ইউবিটেক রোবোটিকস নামের একটি প্রতিষ্ঠান। রোবটটির উচ্চতা প্রায় ৫ ফুট ৩ ইঞ্চি এবং ওজন ৪৩ কেজির মতো। এতে ৪৮ ভোল্ট ক্ষমতাসম্পন্ন ডুয়েল লিথিয়াম ব্যাটারি সিস্টেম ব্যবহার করা হয়েছে।
‘ওয়াকার এস২’ একটানা দুই ঘণ্টা হাঁটতে বা চার ঘণ্টা দাঁড়িয়ে থাকতে পারে, এবং ব্যাটারি চার্জ হতে সময় লাগে প্রায় ৯০ মিনিট। তবে রোবটটি নিজেই স্বয়ংক্রিয়ভাবে ব্যাটারি বদলানোর ক্ষমতা রাখে, যার ফলে এটি নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যেতে পারে।
প্রতিষ্ঠানটি সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে—এই রোবট কারখানার ভেতরে হাঁটছে, বিভিন্ন কাজ করছে এবং নিজেই ব্যাটারি পরিবর্তন করছে। রোবটটি নজরদারি, তথ্য প্রদানের কাজ বা হালকা শারীরিক শ্রমের মতো দায়িত্ব পালনে সক্ষম।
ইউবিটেক দাবি করছে, তারা চীনে প্রথম বাণিজ্যিকভাবে দুই পায়ে চলা হিউম্যানয়েড রোবট তৈরি করেছে। ২০১২ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানিটি ২০২৩ সালের ডিসেম্বরে হংকং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। তাদের লক্ষ্য, ভবিষ্যতে প্রতিটি ঘরে একটি করে বুদ্ধিমান রোবট পৌঁছে দেওয়া, যা মানুষের দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তুলবে।