প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ২৯ সেপ্টেম্বর , ২০২৫
বাংলাদেশি তরুণ প্রকৌশলী মো. ফেরদৌস ওয়াহিদ যুক্তরাষ্ট্রে অর্জন করেছেন সেরা গবেষকের স্বীকৃতি। ‘ওয়াকিং কলাম’ বিষয়ক গবেষণার জন্য তিনি পেয়েছেন Structural Engineers Association of Ohio (SEAoO) কর্তৃক প্রদত্ত মর্যাদাপূর্ণ Graduate Education Award 2025।
প্রতি বছর যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের সেরা গ্রাজুয়েট গবেষকদের মধ্য থেকে কেবল একজন শিক্ষার্থী এই পুরস্কার অর্জনের সুযোগ পান। কঠোর যাচাই-বাছাই শেষে এ বছর সেই সম্মান অর্জন করেছেন ওহাইও স্টেট ইউনিভার্সিটির সিভিল, এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওডেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের পিএইচডি গবেষক ফেরদৌস।
সম্প্রতি ওহাইওর কলম্বাসে অবস্থিত The Blackwell Inn-এ আয়োজিত বার্ষিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তার হাতে সনদপত্র ও প্রাইজমানি তুলে দেন SEAoO প্রেসিডেন্ট Benjamin J. Van De Weghe। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন American Concrete Institute (ACI)-এর সাবেক প্রেসিডেন্ট Kenneth Clark Hover ও William E. Rushing, যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক ও ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা। তারা সবাই ফেরদৌসের গবেষণার প্রশংসা করেন এবং উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনা জানান।
পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে ফেরদৌস বলেন, “আমি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞ। ওহাইওতে অধ্যয়নরত বিশ্বের অনেক মেধাবী শিক্ষার্থীর সঙ্গে প্রতিযোগিতা করে এই স্বীকৃতি পাওয়া আমার জন্য গর্বের। বিশ্বের এক মর্যাদাপূর্ণ মঞ্চে বাংলাদেশের পতাকা তুলে ধরতে পেরে আমি আনন্দিত।”
গবেষণার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পাওয়ার পরই যুক্তরাষ্ট্রের একটি নামকরা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ফার্ম ফেরদৌসকে চাকরির প্রস্তাব দিয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ওই ফার্মের প্রজেক্ট ম্যানেজার সরাসরি তাকে দলে ভেড়ানোর প্রস্তাব জানান।
নরসিংদীর সন্তান ফেরদৌস ওয়াহিদের শিক্ষাজীবন শুরু জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা থেকে। ২০০৫ সালে দাখিল, ২০০৯ সালে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা এবং ২০১৫ সালে গাজীপুরের ডুয়েট থেকে বিএসসি সম্পন্ন করেন। এরপর তিনি সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।
বর্তমানে ফেরদৌস Professor Halil Sezen ও Dr. Ali Nassiri-এর তত্ত্বাবধানে গবেষণা চালিয়ে যাচ্ছেন। তার গবেষণার বিষয়— কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের সমন্বয়ে কাঠামোর নকশা আরও সহজ ও দক্ষ করে তোলা।