প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার , ২৩ মে , ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বৃহস্পতিবার (২২ মে) হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি করার অনুমতি বাতিল করেছে। পাশাপাশি বর্তমান বিদেশি শিক্ষার্থীদের অন্য প্রতিষ্ঠানে স্থানান্তর বন্ধ করারও নির্দেশ দিয়েছে।
এএফপি ও রয়টার্সের প্রতিবেদন জানিয়েছে, বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ২৭ শতাংশ শিক্ষার্থীই বিশ্বের অন্যান্য দেশ থেকে আগত।
এর আগে, গত মাসে ‘প্রশাসনের কথা মতো কাজ না করলে’ বিদেশি শিক্ষার্থী ভর্তি করার অনুমতি বাতিলের হুমকি দিয়েছিল ট্রাম্প প্রশাসন। পাশাপাশি, হার্ভার্ডের জন্য অর্থ বরাদ্দও বাতিল করে সরকার।
ট্রাম্প প্রশাসনের সর্বশেষ এই উদ্যোগকে ‘বেআইনি’ বলে অভিহিত করেছে হার্ভার্ড এবং এর প্রতি নিন্দা জানিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন হাজারো শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার জানিয়ে বলেছে, এই পদক্ষেপে ক্যাম্পাস ও সামগ্রিকভাবে আমেরিকা, উভয়ই ক্ষতির শিকার হবে।
হার্ভার্ড কিছু বিদেশি ভিসাধারী শিক্ষার্থীর তথ্য দিতে অস্বীকৃতি জানানোর পর থেকেই সরকারের সঙ্গে সম্পর্কে বিশ্ববিদ্যালয় প্রশাসনের টানাপড়েন দেখা দেয়।
ট্রাম্পের দাবি, এই বিশ্ববিদ্যালয় ইহুদিবিদ্বেষ ও উদার ‘ওক’ চিন্তাধারাকে উৎসাহিত করে। তিনি চেয়েছিলেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী ভর্তি, কর্মকর্তা ও কর্মী নিয়োগে সরকার নজরদারি করবে। কিন্তু এসব দাবি মানতে রাজি হয়নি হার্ভার্ড।
এদিকে বিদেশি শিক্ষার্থী ভর্তি করার সক্ষমতা হারিয়ে বড় আকারে আর্থিক ক্ষতির মুখে পড়েছে হার্ভার্ড। প্রতি বছর বিদেশি শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন বাবদ লাখো ডলার উপার্জন করে বিশ্ববিদ্যালয়টি।