প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ১ জুন , ২০২৫
সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। বৃত্তিটিতে অর্থায়ন করবে দেশটির সরকার।
আগ্রহী শিক্ষার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ: ৩১ আগস্ট, ২০২৫।
সুযোগ-সুবিধা
নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে। এ ছাড়া থাকছে মাসিক উপবৃত্তি, বিমান টিকিটের খরচ, পুনর্বাসন ভাতা, জীবনযাত্রার ভাতা।
অধ্যয়নের ক্ষেত্রসমূহ
শিল্প, নকশা ও স্থাপত্য, মানবিক ও সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, আইন, ওষুধ, নার্সিং, স্বাস্থ্যবিজ্ঞান, ফার্মেসি এবং ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস।
আবেদনের যোগ্যতা
মোনাশের বৃত্তির জন্য দেশি-বিদেশি সব ধরনের শিক্ষার্থী আবেদন করতে পারবেন।
স্নাতকোত্তর ডিগ্রির জন্য আবেদন করতে প্রার্থীদের স্নাতক ডিগ্রির সনদ থাকতে হবে।
আবেদনকারীর একাডেমিক রেকর্ড, গবেষণার ফল এবং পূর্ববর্তী গবেষণার অভিজ্ঞতার ভিত্তিতে বৃত্তি প্রদান করা হয়।
প্রার্থীদের অবশ্যই ইংরেজি ভাষায় প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে।