প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ৩০ এপ্রিল , ২০২৫
দক্ষিণপূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড। প্রাকৃতিক নৈসর্গে ভরপুর দেশটি প্রকৃতিপ্রেমী মেধাবীদের জন্য উচ্চশিক্ষার এক অনন্য গন্তব্য।
আসিয়ান জোটের চতুর্থ সুখী দেশটির ‘চুলালংকর্ন বিশ্ববিদ্যালয় বৃত্তি-২০২৫’ এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ৮ মে। যে কোনো দেশের শিক্ষার্থী এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টি থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
অন্যান্য সুযোগ-সুবিধা
১. বিমানের রাউন্ড ট্রিপ টিকিটের ব্যবস্থা থাকবে, টিউশন ফি পরিশোধ করা হবে।
২. এশীয় অঞ্চলের শিক্ষার্থীদের জন্য ভ্রমণ ভাতার ব্যবস্থা রয়েছে।
৩. নির্বাচিত শিক্ষার্থীদের আবাসন ভাতা হিসেবে থাকছে মাসিক ১৬ হাজার থাই বাথ (৫৮ হাজার ৪৮৪ টাকা)।
মেয়াদকাল
স্নাতকোত্তর ডিগ্রির মেয়াদ ২ বছর ও পিএইচডি ডিগ্রির মেয়াদ থাকবে ৩ বছর।
অধ্যয়নের ক্ষেত্রগুলো
ব্যবসা প্রশাসন, ক্লিনিক্যাল সায়েন্সেস, কম্পিউটার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি, সাংস্কৃতিক ব্যবস্থাপনা, ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, পরিবেশ, খাদ্য ও পুষ্টি, খাদ্যবিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্য উন্নয়ন, মানবসম্পদ ব্যবস্থাপনা।
আবেদনের যোগ্যতা
১. প্রার্থীদের অবশ্যই আসিয়ান বা অ-আসিয়ান দেশগুলোর আন্তর্জাতিক গ্র্যাজুয়েট শিক্ষার্থী হতে হবে।
২. প্রার্থীদের অবশ্যই স্নাতকের সিজিপিএ-৩.২৫ থাকতে হবে।
৩. প্রার্থীদের বয়স ৩৫ বছরের বেশি হওয়া যাবে না।
৪. আইইএলটিএস স্কোর কমপক্ষে ৫ থাকতে হবে।
আবেদনের প্রয়োজনীয় তথ্য
ছবিসহ একটি আবেদনপত্র, জীবনবৃত্তান্ত, সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক ট্রান্সক্রিপ্ট, স্নাতকের সার্টিফিকেট, পাসপোর্টের একটি ফটোকপি, দুটি সুপারিশপত্র ও মেডিকেল সার্টিফিকেট।
আবেদন পদ্ধতি
আগ্রহী শিক্ষার্থীরা এই লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।