Logo
ঢাকা শনিবার , ১৩ ডিসেম্বর , ২০২৫
Logo

বিয়ের বয়স নিয়ে জনপ্রিয় ধারণাগুলো কী

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার , ২১ মার্চ , ২০২৫

শেয়ার করুনঃ
বিয়ের বয়স নিয়ে জনপ্রিয় ধারণাগুলো কী



সময়ের কাজ সময়ে করছেন তো? নাকি প্রেম-ক্যারিয়ার আর টাকা-পয়সাকে গুরুত্ব দিতে গিয়ে নিজের বিয়ের কথাই ভুলতে বসেছেন।


আচ্ছা, বিয়ে বা ঘর সংসারে প্রবেশ করার সবচেয়ে মোক্ষম বয়স কোনটা? জরিপ  ও গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সম্প্রতি এনিয়ে বলতে গেলে বিশ্বব্যাপী জনমত যাচাই করেছে। 


শুধু বিয়ে নয়, সন্তান ধারণ, বাড়ি কেনা, অবসরে যাওয়াসহ জীবনের গুরুত্বপূর্ণ বাঁক বদলগুলোর সঠিক সময় বুঝতে চেষ্টা করেছে সেই গবেষণা। 


সময়ের কাজ সময়ে করাই ভালো


পিউ রিসার্চ ১৮টি দেশের প্রাপ্তবয়স্কদের জীবনের এসব গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জনের জন্য সর্বোত্তম সময় কোনটি জানতে চেয়েছিল। তারা সার্বিকভাবে দেখতে পেয়েছে, বিশ্বজুড়ে এসব বিষয়ে ব্যাপক ঐকমত্য রয়েছে। গড় হিসাবে জরিপকৃত দেশগুলোর মানুষ মনে করেন, বিয়ে ও প্রথম সন্তান জন্মের উপযুক্ত বয়স প্রায় ২৬ বছর। তাদের মতে, বাড়ি কেনার জন্য সেরা বয়স ৩০-এর নিচে এবং অবসর গ্রহণের আদর্শ সময় প্রায় ৫৮ বছর।


পিউ রিসার্চ বলছে, “আমরা জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার আদর্শ সময়কাল নিয়ে ১৮টি দেশে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে জরিপ পরিচালনা করেছি। এই দেশগুলো হলো- আর্জেন্টিনা, বাংলাদেশ, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, ঘানা, ভারত, ইন্দোনেশিয়া, কেনিয়া, মেক্সিকো, নাইজেরিয়া, পেরু, ফিলিপাইন, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, তিউনিসিয়া ও তুরস্ক।

১৮টি দেশের মানুষের মতামত গড় করলে যেটা দাড়ায়, বিয়ের জন্য সর্বোত্তম সময় জীবনের বিশের দশকের মাঝামাঝি সময়। বাংলাদেশিদের মধ্যে বেশির ভাগ অংশগ্রহণকারী মনে করেন, আদর্শ বিয়ের গড় বয়স ২১ দশমিক ২ হওয়া উচিত। আবার আর্জেন্টিনায় বিয়ের জন্য উপযুক্ত বয়সের গড় ২৮ দশমিক ৯ বছর।

বাংলাদেশে প্রাপ্তবয়স্কদের তিন-চতুর্থাংশেরও বেশি মানুষ মনে করেন, ২৫ বছরের আগেই বিয়ে করা উচিত। ভারতের বাইরে বাংলাদেশই একমাত্র দেশ, যেখানে বেশির ভাগ মানুষ মনে করেন আদর্শ বিয়ের বয়স ২৫-এর নিচে। অপরদিকে, আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া, পেরু, সাউথ আফ্রিকা ও তিউনিসিয়ায় প্রায় ১০ শতাংশ বা তার বেশি প্রাপ্তবয়স্ক মনে করেন, বিয়ের জন্য সর্বোত্তম বয়স ৩৫ বা তারও বেশি। এসব দেশেই ৩৫ বছরের বেশি বয়সে বিয়েকে উপযুক্ত মনে করার হার সবচেয়ে বেশি।

বাংলাদেশ, ভারত, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকায় এক-তৃতীয়াংশ বা তার বেশিসংখ্যক প্রাপ্তবয়স্ক মনে করেন যে, ২৫ বছরের আগেই প্রথম সন্তানের জন্ম দেওয়া ভালো। অন্যদিকে, আর্জেন্টিনা, চিলি, পেরু, থাইল্যান্ড ও তিউনিসিয়ায় একইসংখ্যক মানুষ মনে করেন যে ৩০ বছর বা তার পরেই বাবা-মা হওয়া ভালো।


Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • কিশমিশ পানির উপকারীতা
    কিশমিশ পানির উপকারীতা
  • বেদনার স্মৃতিও মুছে ফেলা যাবে
    বেদনার স্মৃতিও মুছে ফেলা যাবে
  • ২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা, ৬১ শতাংশ নারী
    ২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা, ৬১ শতাংশ নারী
  • তারুণ্যের যে ৬ অভ্যাস ক্যান্সার শঙ্কা কমায়
    তারুণ্যের যে ৬ অভ্যাস ক্যান্সার শঙ্কা কমায়
  • জোলির স্তন অপসারণের এক দশক
    জোলির স্তন অপসারণের এক দশক
  • কাকে বিয়ে করবো, কখন করবো
    কাকে বিয়ে করবো, কখন করবো
  • কিভাবে শুয়ে ভালো ঘুমানো যায়
    কিভাবে শুয়ে ভালো ঘুমানো যায়
  • বিবাহবিচ্ছেদের ১০ পূর্বাভাস
    বিবাহবিচ্ছেদের ১০ পূর্বাভাস
  • রমজানে উপকারী চিয়া সিডস
    রমজানে উপকারী চিয়া সিডস
  • অনাকাঙ্খিত স্পর্শ নিয়ে শিশুদের সতর্ক করবেন কিভাবে
    অনাকাঙ্খিত স্পর্শ নিয়ে শিশুদের সতর্ক করবেন কিভাবে
  • তারুণ্যের সুখ কেড়ে নেয় স্মার্ট ফোন
    তারুণ্যের সুখ কেড়ে নেয় স্মার্ট ফোন
  • অনুভূতিতে যেভাবে প্রভাব ফেলে মনের মতো পোশাক
    অনুভূতিতে যেভাবে প্রভাব ফেলে মনের মতো পোশাক
  • ঈদে চাইলে পেতে পারেন ১১ দিনের ছুটি
    ঈদে চাইলে পেতে পারেন ১১ দিনের ছুটি
  • দেশে দিনে ২২শ নতুন পরিবার হচ্ছে
    দেশে দিনে ২২শ নতুন পরিবার হচ্ছে
  • পড়ার টেবিল-চেয়ার যেমন হওয়া উচিত
    পড়ার টেবিল-চেয়ার যেমন হওয়া উচিত
Logo