Logo
ঢাকা শনিবার , ১৩ ডিসেম্বর , ২০২৫
Logo

ঈদে চাইলে পেতে পারেন ১১ দিনের ছুটি

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ২০ মার্চ , ২০২৫

শেয়ার করুনঃ
ঈদে চাইলে পেতে পারেন ১১ দিনের ছুটি


ঈদুল ফিতরের পর একদিন অতিরিক্ত ছুটি নিয়ে নিলে সরকারি চাকরিজীবীরা এবার টানা নয়দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন; এর সঙ্গে ঈদের আগে আরেক দিন নিয়ে নিলে তা ঠেকতে পারে ১১দিনেও।


আগামী ৩১ মার্চ (সোমবার) ঈদুল ফিতর ধরে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর আগে পরে (২৯ ও ৩০ মার্চ এবং ১ ও ২ এপ্রিল) চার দিন ছুটি থাকছে নির্বাহী আদেশে।


এর আগে ২৮ মার্চ পড়েছে শুক্রবার। শবে কদরেরও ছুটিও এদিন।


সে হিসাবে ২৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত টানা ছয় দিনের ছুটিতে থাকবেন সরকারি চাকরিজীবীরা।


ছুটি শেষে অফিস খুলবে আগামী ৩ এপ্রিল (বৃহস্পতিবার)। তার পরের দুই দিন আবার সাপ্তাহিক ছুটি। মাঝের বৃহস্পতিবারটা ছুটি নিলে টানা ৯ দিন ছুটি কাটানোর সুযোগ মিলবে।


ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ অফিস ২৭ মার্চ (বৃহস্পতিবার)। এর আগের দিন আবার ২৬ মার্চ বুধবার বিজয় দিবসের ছুটি।


সে হিসাবে, ঈদের আগে-পরে দুই বৃহস্পতিবার ছুটি নিলে টানা ১১ দিনের ছুটি মিলবে।


ছুটির বিধিমালা অনুযায়ী, দুই ছুটির মাঝে নৈমিত্তিক ছুটি নেওয়ার নিয়ম নেই। নিলে পুরোটাই ছুটি হিসেবে গণ্য হয়ে যাবে। অবশ্য অর্জিত ছুটি নেওয়ার সুযোগ আছে।



Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • কিশমিশ পানির উপকারীতা
    কিশমিশ পানির উপকারীতা
  • বেদনার স্মৃতিও মুছে ফেলা যাবে
    বেদনার স্মৃতিও মুছে ফেলা যাবে
  • ২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা, ৬১ শতাংশ নারী
    ২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা, ৬১ শতাংশ নারী
  • তারুণ্যের যে ৬ অভ্যাস ক্যান্সার শঙ্কা কমায়
    তারুণ্যের যে ৬ অভ্যাস ক্যান্সার শঙ্কা কমায়
  • জোলির স্তন অপসারণের এক দশক
    জোলির স্তন অপসারণের এক দশক
  • কাকে বিয়ে করবো, কখন করবো
    কাকে বিয়ে করবো, কখন করবো
  • কিভাবে শুয়ে ভালো ঘুমানো যায়
    কিভাবে শুয়ে ভালো ঘুমানো যায়
  • বিবাহবিচ্ছেদের ১০ পূর্বাভাস
    বিবাহবিচ্ছেদের ১০ পূর্বাভাস
  • রমজানে উপকারী চিয়া সিডস
    রমজানে উপকারী চিয়া সিডস
  • অনাকাঙ্খিত স্পর্শ নিয়ে শিশুদের সতর্ক করবেন কিভাবে
    অনাকাঙ্খিত স্পর্শ নিয়ে শিশুদের সতর্ক করবেন কিভাবে
  • তারুণ্যের সুখ কেড়ে নেয় স্মার্ট ফোন
    তারুণ্যের সুখ কেড়ে নেয় স্মার্ট ফোন
  • অনুভূতিতে যেভাবে প্রভাব ফেলে মনের মতো পোশাক
    অনুভূতিতে যেভাবে প্রভাব ফেলে মনের মতো পোশাক
  • বিয়ের বয়স নিয়ে জনপ্রিয় ধারণাগুলো কী
    বিয়ের বয়স নিয়ে জনপ্রিয় ধারণাগুলো কী
  • দেশে দিনে ২২শ নতুন পরিবার হচ্ছে
    দেশে দিনে ২২শ নতুন পরিবার হচ্ছে
  • পড়ার টেবিল-চেয়ার যেমন হওয়া উচিত
    পড়ার টেবিল-চেয়ার যেমন হওয়া উচিত
Logo